সংবহন ও রক্ত

Show Important Question


21) কোন প্রাণীর দেহে বন্ধ সংবহনতন্ত্র দেখা যায়?
A) চিংড়ি
B) ব্যাং
C) ঝিনুক
D) আরশোলা

22) নিম্নের কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন থাকে--
A) চিংড়ি
B) হাঁস
C) ফড়িং
D) ব্যাং

23) নিম্নের কোন প্রাণীর দেহে বদ্ধ সংবহন দেখা যায় ?
A) চিংড়ি
B) শামুক
C) কেঁচো
D) ঝিনুক

24) নিম্নের যেটিতে কার্বন-ডাই-অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয় সেটি হলো কোনটি?
A) ফুসফুসীয় শিরা
B) করোনারি ধমনী
C) ফুসফুসীয় ধমনী
D) রেনাল ধমনী

25) বদ্ধ রক্তসংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করেন?
A) ডারউইন
B) উইলিয়াম হার্ভে
C) মেন্ডেল
D) হিপোক্রেটিস

26) হৃদপিন্ডের প্রতি সংকোচনে প্রতি নিলয় থেকে কি পরিমান রক্ত নির্গত হয়--
A) 70 ml
B) 7 ml
C) 0.7 ml
D) 700 ml

27) রক্ত নালীর মধ্যে রক্ত জমাট বাঁধা কে কি বলা হয়--
A) ক্যারিওকাইনেসিস
B) লিউকেমিয়া
C) অ্যানিমিয়া
D) থ্রমবোসিস

28) মানব হৃৎপিণ্ডের কোন্ প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়?
A) ডান অলিন্দ
B) ডান নিলয়
C) বাম অলিন্দ
D) বাম নিলয়

29) মানুষের হৃদপিন্ডের কোন প্রকোষ্ঠ অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে?
A) বাম অলিন্দ
B) ডান অলিন্দ
C) বাম নিলয়
D) ডান নিলয়

30) কোন খনিজের অভাবে প্রাণী দেহে রক্ত তঞ্চন ব্যাহত হয়?
A) ক্যালসিয়াম
B) লৌহ
C) ফসফরাস
D) পটাশিয়াম

31) লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল __ দিন
A) 60
B) 120
C) 180
D) 240

32) কোন শিরা অধিক অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে?
A) ফুসফুসীয় শিরা
B) হেপাটিক শিরা
C) সিস্টেমিক শিরা
D) হেপাটিক পোর্টাল শিরা

33) মানব শরীরে তার ওজনের শতকরা কত ভাগ রক্ত উপস্থিত--
A) 7%
B) 10%
C) 12%
D) 15%

34) রক্ত কী ধরনের মিশ্রণ ?
A) কলয়েড দ্রবণ
B) সাসপেনশন
C) প্রকৃত দ্রবণ
D) কোনোটিই নয়

35) রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্ত কণিকার নাম হল -
A) শ্বেত রক্ত কণিকা
B) লোহিত রক্ত কণিকা
C) অনুচক্রিকা
D) মনোসাইট

36) কোন গ্রুপের রক্তে কোনও অ্যান্টিবডি নেই?
A) A
B) B
C) AB
D) O

37) নিম্নের কোন প্রাণীর রক্তের লোহিত কণিকা নেই--
A) কেঁচো
B) মানুষ
C) ব্যাঙ
D) মাছ

38) কোন্ প্রাণীটির দেহে ভেনাস হৃৎপিণ্ড উপস্থিত
A) পায়রা
B) হাঙর
C) টিকটিকি
D) মাছ

39) হৃৎপিন্ড কোন পর্দা দিয়ে আচ্ছাদিত থাকে?
A) পেরিকার্ডিয়াম
B) এপিকার্ডিয়াম
C) ডার্মিস
D) এপিডার্মিস

40) এন্টি বডি থাকে না কোন রক্তের গ্রুপ এ
A) A
B) B
C) AB
D) O